আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিবিরের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক :


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসা কর্তৃক আয়োজিত ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ছাত্রশিবির নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসার আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন করেন মাদরাসার অধ্যক্ষ লিয়াকত আলী খান সাহেব। 


ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা অফিস সম্পাদক মহসিন আহমদ।


এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের পাঠাগার এন্ড ফাউন্ডেশন সম্পাদক তারেক মিয়া, থানা সভাপতি মো: আব্দুল্লাহ, সেক্রেটারি জাবির হোসাইন, খালেদ মাসুদ, আবু তাহের, শাহরিয়ার জাহিদ, মুশতাক আহমদ শাফিয়ান, হা. রেদোয়ানুল ইসলাম মাসুদ, হা. মামুনুর রশীদসহ স্থানীয় দায়িত্বশীলবৃন্দ।


ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প এ প্রধান অতিথি মহসিন আহমদ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তার সূচনালগ্ন থেকে ছাত্রবান্ধব কাজ করে যাচ্ছে। ছাত্রদের উপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে তারই ধারাবাহিকতায় ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প এর আয়োজন করছে। 


শাখা সভাপতি মো: আব্দুল্লাহ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে এরই পরিপ্রেক্ষিতে ছাত্রশিবির নওয়াবাজার আহমদিয়া ফাজিল মাদরাসা ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প কর্মসূচি আয়োজন করছে। সকল তরুণ ছাত্রদেরকে ছাত্রশিবির রক্তদানে উদ্বুদ্ধ করে। আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে চিকিৎসা সেবা পৌছিয়ে দেয়া পাশাপাশি মাদরাসাকে এই ইঙ্গিত দেয়া যে এই উদ্যোগ গুলো মাদরাসা থেকে নেয়া। 


রবিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং ক্যাম্পে দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।