রাব্বি মিয়া:
মৌলভীবাজার সরকারি কলেজ কর্মচারীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল ২টায় কলেজ ক্যাম্পাসে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি জিয়াউর রহমান, সেক্রেটারি আরাফাত আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কলেজের ২০ জন কর্মচারীর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি কাজী দাইয়ান আহমেদ বলেন, “ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবির সবসময় সচেষ্ট। আমরা বিশ্বাস করি, এই সামান্য উপহার কলেজ কর্মচারীদের ঈদের আনন্দে কিছুটা হলেও যোগ করবে। ছাত্রশিবির সবসময় সমাজের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। আমরা চাই, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, সবাই মিলেমিশে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।”
এসময় বক্তারা বলেন, ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ছাত্রশিবির সবসময় সচেষ্ট। ছাত্রশিবিরের এই উদ্যোগে কলেজ কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন।