নিজস্ব প্রতিবেদক::
সিলেট জেলার বালাগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও ফতেপুর ইউনিয়ন যুবলীগ নেতা ফুয়াদ আহমদের বাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ছাত্র সংগঠন ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির ব্যানারে হামলা ও ভাংচুর করেছে স্থানীয় জনতা। হামলায় বাড়ির বিভিন্ন জিনিষপত্র ভাংচুর করা হয়। তারা যুবলীগ নেতা ফুয়াদ আহমদ কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ জুন) দুপুরে ১নং ফতেহপুর ইউনিয়নের মোকামবাজার এলাকায় ঘটনাটি ঘটে।
গত বৃহস্পতিবার অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের যুক্তরাজ্য ভ্রমণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাতের লন্ডনে আওয়ামীলীগের প্রতিবাদের জেরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী নেতাকর্মীদের বাসাবাড়িতে হামলার অভিযোগ উঠে। এরই ধারাবাহিকতায় যুবলীগ নেতা ফুয়াদ আহমদ এর বাড়িতে হামলা হয় বলে জানায় স্থানীয়রা।
ফুয়াদ আহমদ দেশে থাকতে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তিনি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় অবস্থিত বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর তিনি যুবলীগের রাজনীতিতে সক্রিয় হন। সর্বশেষ তিনি রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মুনিয়ারপার এলাকায় ছাত্রদলের ২০-২৫টি মোটরসাইকেলের মিছিল মোকামবাজারস্থ ফুয়াদ আহমদ দের বাসার সামনে আসে এবং তারা বাসার প্রধান ফটক ভাঙচুর করে। এসময় ফুয়াদ আহমদ এর পরিবারের কোন সদস্য বাড়িতে ছিলেন না। তার এক আতীয় বাড়িটি দেখাশোনা করছিলেন। হামলায় তাদেরকে বাধা দেওয়ায় তিনি হামলাকারীদের দ্বারা আক্রান্ত হয়েছেন। পরে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
নামপ্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জানান, ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির লোকজন মোটরসাইকেল শোডাউন দিয়ে বাড়িতে এসে ভাংচুর শুরু করে। ফুয়াদের আত্নীয় ভাংচুরে বাধা দিলে তাকে মারপিট করা হয়। এসয়ম তারা তাকে উদ্দেশ্য করে বলে সে দেশে আসলে তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়াও প্রকাশ্যে হুমকি দিয়ে যান ছাত্রদল নেতা ফুয়াদ কে পেলে মেরে ফেলবো। তাকে সাবধান হতে বলিও। এরকমভাবে বিভিন্ন ধরণের কথা বলে হুমকি দিতে থাকে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম খান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশ যাবার আগেই হামলা বন্ধ হয়ে যায়। এঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।