নিজস্ব প্রতিবেদক::
কমলগঞ্জ - শ্রীমঙ্গলের আনাচে-কানাচে পাহাড় থেকে সমতল সব জায়গায়ই দাঁড়িপাল্লা প্রতীক এবং এ্যাডভোকেট আব্দুর রব সাহেবের নাম এখন মানুষের মুখে মুখে।
১৭ বছরের জুলুম-নির্যাতনের শেষে জামায়াত স্বাধীনভাবে জনগনের কাছে যাওয়ার, কথা বলার সুযোগ পেয়েছে।প্রথমবারেই কমলগঞ্জ শ্রীমঙ্গলে বাজিমাত করেছে জামায়াত ও এ্যাডভোকেট আব্দুর রব।
বিগত ৭-৮ মাসে দিন রাত একাকার করে এই জনপদের ৪ লক্ষাধিক মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের কথা, আবদার ও অভিযোগগুলো খুব কাছ থেকে শুনেছেন এ্যাডভোকেট আব্দুর রব। নানা প্রতিশ্রুতিও দিয়েছেন এই জনপদের মানুষকে।
ইতিমধ্যে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের কিছু অতি প্রয়োজনীয় সংস্কার কাজের ঘোষণাও দিয়েছেন।মেডিকেল কলেজ, শমসের নগর বিমানবন্দর চালু, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়ন, পর্যটন শিল্প গঠনসহ বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
বিগত সময়ে জামায়াতের উপর ইতিহাসের বর্বরোচিত জুলুমের কারণে তৃণমূলের আপামর জনগনের সিম্প্যাথি আছে জামায়াতের ওপর। জুলাই ২৪ এর আন্দোলনের কারণে কারাবরণও করতে হয়েছিলো এ্যাডভোকেট আব্দুর রবকে। যদিও এর আগে রাজনৈতিক বিভিন্ন মামলায় তিনি বহুবারই কারাবরণ করেছিলেন।
সব দিক মিলিয়ে কমলগঞ্জ শ্রীমঙ্গল মৌলভীবাজার ৪ আসনে এখন পর্যন্ত ১০ দলীয় জোটে এডভোকেট আব্দুর রব-ই সব চাইতে ভালো অবস্থানে আছে বলে মনে করা হচ্ছে ।
