নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজারের রাজনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন।
বুধবার (৭ আগস্ট) বিকালে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় বিএনপি ও জামায়াতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, এবং সাধারণ মানুষের সমস্যা-সমাধান নিয়ে খোলামেলা আলোচনা করেন।
চেয়ারম্যান রাহেল হোসেন বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকলেও উন্নয়ন ও জনকল্যাণের প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি আগে চেয়ারম্যান থাকাকালীন বাধ্য হয়ে আওয়ামিলীগের সাথে মিলে কাজ হয়েছে। কিন্তু আমি মনে প্রাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ লালন করি। আমি ইউনিয়নবাসীর সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই, দলমতের উর্ধ্বে থেকে।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্বাস আলী, মুন্সিবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি কদর মিয়া, সাধারণ সম্পাদক আছকান মিয়া, জামায়াতের আমীর মো. শাহাবুদ্দীন, সাধারণ সম্পাদক মিছবাহুল হাসান, বণিক সমিতির সভাপতি আশিক মিয়া, সহ সভাপতি খালেদ মিয়া, ব্যবসায়ী সালাম খান প্রমূখ।