মৌলভীবাজারে ডাকাতি করে পালানোর সময় দেশীয় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ ৪ ডাকাত আটক
নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতি করে পালানোর সময় দেশীয় অস্ত্র ও লুন্ঠিত মালামালসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, লুটকৃত একটি মোটরসাইকেল, নগদ টাকা, মানিব্যাগ, মোবাইল ফোন ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো কুলাউড়া উপজেলার মনসুর গ্রামের জুবেল আহমেদ ওরফে জুবলা (৩৩), এ কি উপজেলার দাউদপুর গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (২৯), একই উপজেলার ঘাগটিয়া-কোঁটাগাঁও এলাকার মোঃ নাজিম মিয়া (২৫) ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নরাই বাজার এলাকার মোঃ জাকির হোসেন (৩২)।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাগান বাড়ি এলাকায় মো. লাল মিয়া নামের এক ব্যবসায়ী দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সশস্ত্র ডাকাতরা তার পথরোধ করে লোহার রড ও ধারালো ছুরি দেখিয়ে তাকে মারধর করে। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ ৫,৬০০ টাকা সম্বলিত মানিব্যাগ এবং একটি Bajaj CT100 মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে একটি সাদা ও মেরুন রঙের মাইক্রোবাসে পালিয়ে যায়।
খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনসহ পুলিশের একটি টিম তাদের পিছু নিয়ে কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকা থেকে তাদের আটক করেন।
