নিজস্ব প্রতিবেদক::
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন ছাত্রদলের নেতা সাজিদুর রহমান সোহানের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ছাত্রদলের এই নেতা গুরুত্বর আহত হয়েছেন। বর্তমানে তিনি সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে ঘটনাটি ঘটে। সাজিদুর রহমান সোহান উপজেলার মাইজগাঁও ইউনিয়ন ছাত্রদলের ক্রিড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
জানা যায়, শনিবার সকালে এইচএসসি পরীক্ষার জন্য ইসরাব আলী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে যান সোহান। দুপুরে পরীক্ষা শেষ হলে হল থেকে বের হন তিনি। হল থেকে বের হবার পর কয়েকজন তাকে ঘিরে ধরে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই ছাত্রলীগ নেতা ফারহান সাদিক ও নাহিদ সুলতান পাশা অবস্থান করছিলেন। তারপর তাকে ঘিরে ধরে ফারহান ও পাশার নেতৃত্বে তাদের কর্মীরা সোহানের উপর ঝাঁপিয়ে পড়ে। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে তাকে আঘাত করা হয়। একপর্যায়ে তাকে ফেলে রেখে চলে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল আহমদ এঘটনার নিন্দা জানিয়ে বলেন, ছাত্রলীগ দিন দিন একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিগণিত হচ্ছে। তারা পরীক্ষা থেকে বের হতেই ভিন্নমত করার কারণে ছাত্রদল নেতা সাজিদুর রহমান সোহানের উপর হামলা চালিয়েছে। আমরা চাই অবিলম্বে দোষীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিবে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মতুর্জা বলেন, এবিষয়ে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।