প্রবাসে থাকা সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে হত্যার হুমকি

প্রবাসে থাকা সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে হত্যার হুমকি


"দেশে ফিরলে মেরে ফেলা হবে" বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হুমকিতে আতঙ্কে পরিবার

স্টাফ রিপোর্টার: 

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কর্মী ও বর্তমানে যুক্তরাজ্যপ্রবাসী রেজাউল করিমকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে মৌলভীবাজারের বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং সরাসরি তার গ্রামের বাড়িতে গিয়ে এই হুমকি দেওয়া হয়। পরিবার ও স্থানীয়দের দাবি, রেজাউল করিম দেশে ফিরলে তার জীবননাশের আশঙ্কা রয়েছে।

ভুক্তভোগীর মা সাহিদা বেগম জানান, গতকাল ২ সেপ্টেম্বর আমার বাড়িতে কয়েকজন অজ্ঞাত পরিচয়ের যুবক এসে বলে যায়, “তোমার ছেলে দেশে ফিরলেই তাকে মেরে ফেলা হবে। আমাদের নজর আছে।” 

এর আগেও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন, দুপুরে সম্পাশী গ্রামে রেজাউল করিমের পৈত্রিক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় দুর্বৃত্তরা। ঘরের ভেতরের মালামাল লুটে নিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয় তারা। এতে পুরো ঘর ছাই হয়ে যায়। স্থানীয়রা এগিয়ে না এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো।

মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী রেজাউল করিম ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। একাধিকবার রাজনৈতিক বৈরিতার শিকার হয়ে তিনি দেশত্যাগ করে বর্তমানে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রক্রিয়ায় রয়েছেন। অতীতে তার ওপর হামলার রেকর্ডও রয়েছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট এলাকায় তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। তখন তিনি গুরুতর আহত হয়েছিলেন।

বর্তমানে রেজাউল করিম চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। বিদেশে থেকেও পরিবারকে ঘিরে হামলা ও হুমকি অব্যাহত থাকায় তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন।

রেজাউলের মা সাহিদা বেগম বলেন, “আমার ছেলে দেশে এলে ওরা তাকে বাঁচতে দেবে না। আগেও ওকে মারতে চেয়েছে। এখন তো প্রকাশ্যে বলেই গেছে, দেশে ফিরলে খুন করে ফেলবে। আমি একজন মায়ের পক্ষ থেকে বলছি আমার ছেলের জীবনের নিরাপত্তা নেই দেশে।” 

মানবাধিকার সংগঠন ‘মানুষের অধিকার ফাউন্ডেশন মৌলভীবাজার এর সভাপতি নিয়ামুল হক বলেন, “একজন প্রবাসী রাজনৈতিক কর্মীর পরিবারকে এভাবে টার্গেট করে হামলা চালানো মানবাধিকারের চরম লঙ্ঘন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা। রেজাউল করিম দেশে ফিরলে তার জীবনের ঝুঁকি রয়েছে এটি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি।”

এঘটনার বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, হামলা ও হুমকির বিষয়ে অভিযোগ পেয়েছি। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।