কুলাউড়ায় ছাত্রলীগ হামলা চালালো শিবির নেতার বাড়িতে

উপজেলা প্রতিনিধি:

কুলাউড়ায় ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার পরদিন শিবির নেতা মো. সাইফ উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মুক্তাজীপুর গ্রামে ঘটনাটি ঘটে। দুুপুরে ভুকশিমইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে এই হামলা হয়। 

মো. সাইফ উদ্দিন উচ্চ শিক্ষার জন্য বাড়ি থেকে সিলেটে যান। সেখানে পড়াশোনাকালে ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত হন। এরপর ছাত্রশিবিরের বিভিন্ন শাখার দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে একাধিক মামলার আসামী হন। একটি মামলায় গ্রেপ্তার হয়ে মাসখানেক কারাগারে ছিলেন। ওই মামলায় তার নামে ওয়ারেন্ট ইস্যু ছিল বলে জানায় পরিবার। সর্বশেষ সাইফ উদ্দিন ছাত্রশিবির সিলেট মহানগরের শাহপরান থানার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মুক্তাজীপুর গ্রামের করিম উদ্দিনের ছেলে। 

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার অন্তর্বর্তীকালীন সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাহী আদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করে। এরপর দেশের বিভিন্ন জায়গার মতো কুলাউড়ায়ও ছাত্রলীগ নেতারা মিছিল করে। সারাদেশে শিবির ও ছাত্রদল নেতাকর্মীদের বাড়ি লক্ষ্যে চোরাগোপ্তা হামলা ও ভাংচুর করে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় শিবির নেতা মো. সাইফ উদ্দিনের বাড়িতে তাণ্ডব চালায় ছাত্রলীগ সন্ত্রাসীরা। হামলায় নেতৃত্ব দেন ভুকশিমইল ইউনিয়ন ছাত্রলীগের আলমগীর হোসেন, রিংকু দাস, হাবিবুর রহমান হাবিব সহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। হামলায় বাড়ির আসবাবপত্র, গুরুত্বপূর্ণ জিনিষ নষ্ট হয়। এসময় নগদ ৫ লক্ষ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ভয়ে সাইফ উদ্দিনের পরিবার বাড়ি ছেড়েছে।

মো. সাইফ উদ্দিনের পিতা করিম উদ্দিন বলেন, দুপুরে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীরের নেতৃত্বে আমার বাড়িতে হামলা হয়। এসময় বাড়ির আসবাবপত্র ভাংচুর এবং লুটপাট করে। আমরা তাদের ভয়ে বাড়ি থেকে চলে যাই। এখন বাড়িতে যাওয়ার সাহস করতে পারছি না। পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা এসে চলে গেছে। আমাদের ভিতরে ভীতি কাজ করছে। মূলত আমার ছেলে শিবির করতো তাই এই হামলা চালিয়েছে তারা।

কুলাউড়া উপজেলা শিবিরের সভাপতি আতিকুর রহমান তারেক বলেন, আমি ঘটনাটি জেনেছি। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আমাদের দলের সাবেক নেতার বাড়িতে হামলা চালিয়েছে। আমরা প্রশাসনকে বলেছি অবিলম্বে আসামীদের গ্রেপ্তারের জন্য। এটি করতে না পারলে সন্ত্রাসীরা যেকোন দূর্ঘটনা ঘটাতে পারে।

বিষয়টি নিয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছারের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন কথা বলতে রাজি হননি।