রাজনগর প্রতিনিধি::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা জুবায়ের আহমদের বাড়ীতে হামলা ও ভাংচুর চালিয়েছে বিএনপি-জামায়াত ও ছাত্রজনতা। এসময় তার বাড়ীর আসবাবপত্র সহ বাড়ীর দেওয়াল গুড়িয়ে দেওয়া হয়।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেতাহুঞ্জা গ্রামে ঘটনাটি ঘটে।
জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি স্বৈরাচার শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে শেখ সমুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডী ৩২ নাম্বারের বাড়ীসহ দেশব্যাপী আওয়ামীলীগ নেতাদের বাড়ি ভাংচুরের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সামনে বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এই সমাবেশে উপস্থিত থেকে প্রতিবাদ জানান এবং বিভিন্ন ধরণের স্লোগান দেন যুবলীগ নেতা ও রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাসিন্দা জুবায়ের আহমদ। এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তিনি। তার এই উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুক্রবার তার বিরুদ্ধে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়েনে বিক্ষোভ হয়। পরে রবিবার দুপুরে তার বাড়ীতে হামলা চালানো হয়। এসময় তার বাড়ির আসবাবাপত্র, বাড়িতে থাকা বিভিন্ন ধরণের জিনিষপত্র ও বাড়ির দেওয়াল ভাঙচুর করা হয়।
স্থানীয় আসিদ মিয়া, সাবানা বেগম, সুইটি আক্তার, রুবি বেগম ও হারুনুর রশীদ সহ কয়েকজন জানান, বেশ কিছুদিন থেকে জুবায়ের আহমদের পিতা শায়েস্তা মিয়া পরিবারসহ বাড়িঘর ছাড়া। শুনেছি স্থানীয় বিএনপি-জামায়াত ও ছাত্রজনতা তাদের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। এজন্য ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। এই অবস্থায় আজ তাদের বাড়ি ভাংচুর করেছে বিএনপি-জামায়াত ও ছাত্রজনতা। তারা নিরাপত্তার জন্য কারও সাথে যোগাযোগ রাখছেন না। আমরা জানতে পেরেছি প্রশাসনের কাছে গিয়েও তারা কোন প্রকার সহযোগীতা পাচ্ছেননা।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদুল হাসান খান বলেন, এরকম ভাংচুরের ঘটনা ঘটলে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।