শাহবাগের কসাই লাকি আক্তার ও দেশদ্রোহীদের গ্রেফতারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

শাহবাগের কসাই লাকি আক্তার ও দেশদ্রোহীদের গ্রেফতারের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন

রাব্বি মিয়া ::

দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে শাহবাগের কসাই লাকি আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সাধারণ ছাত্রজনতার উদ্যোগে বুধবার (১২ মার্চ) বিকেল ৩টায় মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, "দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। কোনো ষড়যন্ত্রকারী পার পাবে না। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব।"

সাধারণ ছাত্রজনতার পক্ষে আয়োজিত মানববন্ধনে  জিয়াউর রহমান বলেন, "গতকালের পুলিশের উপর বিনা উস্কানীতে লাল সন্ত্রাসী শাহবাগী বামদের এমন নৃশংশ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা জানি এদেশের শাহবাগী বাম সবসময় নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে এই দেশে অপরাজনীতি চালাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা দ্যার্তহীন কণ্ঠে বলতে চাই, গণহত্যাকারী আওয়ামীলীগের দোসর শাহবাগী বামদের এই দেশে জায়গা হবেনা। দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির দায়ে শাহবাগের কসাই লাকি আক্তারকে কালবিলম্ব না করে গ্রেফতার করতে হবে।"

মানববন্ধনে অংশগ্রহণকারী সাধারণ ছাত্রজনতা বলেন, "দেশের যুব সমাজ আজ ঐক্যবদ্ধ। কোনো ষড়যন্ত্রকারী দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পারবে না। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।"

মানববন্ধন শেষে প্রেস ক্লাবের সামন থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় এসে শেষ হয়।