মাদ্রাসা ছাত্রদের মাঝে মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠনের ইফতার বিতরণ

 





রাব্বি মিয়া:

মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠন পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩য় বারের মতো মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে ইফতার বিতরণ করেছে।

বুধবার (১৯ মার্চ) রাজনগর উপজেলার মনসুর নগর ইউনিয়নের সিরাজুল মনিরা হিজফুল কোরআন সেন্টারের ৫০ জন শিক্ষার্থীর মাঝে এই ইফতার বিতরণ করা হয়। বিকেল ৫ ঘটিকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা সৈয়দ আহসান আক্তার দোলন, সহ-সভাপতি মোহাম্মদ জগলু আহমেদ, সহ-সভাপতি মোহাম্মদ ইমন আহমেদ, সহ- সাংগঠনিক সম্পাদক শেখ আলামিন আহমেদ, সহ- প্রচার সম্পাদক মোহাম্মদ ইপু আহমেদ ও সিরাজুল মনিরা হিজফুল কোরআন সেন্টারের প্রিন্সিপাল হাফেজ কার্রী সালমান আহমেদ।

প্রতিষ্ঠাতা উপদেষ্টা সৈয়দ আহসান আক্তার দোলন বলেন, "দেশ বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের ইফতার বিতরণে যারা সাহায্য করেছেন, আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাদের রুজিতে বরকত দেন এবং এরকম সামাজিক কর্মসূচি অব্যাহত থাকে।"

তিনি আরও বলেন, "রমজান মাস হচ্ছে ত্যাগের মাস, এই মাসে আমাদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারে, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।"

সিরাজুল মনিরা হিজফুল কোরআন সেন্টারের প্রিন্সিপাল হাফেজ কার্রী সালমান আহমেদ মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "এই রমজান মাসে অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য মৌলভীবাজার মানবসেবা সামাজিক সংগঠনকে ধন্যবাদ জানাই। তাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।"

ইফতার বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।