ছাত্রশিবির রাজনগর থানা দক্ষিণের কর্মী শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাব্বি মিয়া:
মৌলভীবাজারের রাজনগর থানা দক্ষিণের ছাত্রশিবিরের কর্মী শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৩টায় টেংরাবাজারের তরফদার কমিউনিটি সেন্টারে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।
সভাপতিত্ব করেন ছাত্রশিবির রাজনগর থানা দক্ষিণের সভাপতি সাজ্জাদুর রহমান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জুবেল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার অফিস সম্পাদক আব্দুল্লাহ মামুন এবং বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার শহর শাখার দাওয়াহ সম্পাদক রুমান আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা সভাপতি আবু রাইয়ান শাহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজনগর উপজেলা সভাপতি শেখ শাহাবউদ্দিন আহমেদ, রাজনগর থানা দক্ষিণের সভাপতি সাজ্জাদুর রহমান, সেক্রেটারি জুবেল আহমেদ, থানার সেক্রেটারিয়েট ও ইউনিয়নের শিবিরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আব্দুল্লাহ মামুন রমজান মাসের তাৎপর্য তুলে ধরে কর্মীদের উদ্দেশ্যে বলেন, "রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই মাসে আমরা নিজেদের ভেতরের নেতিবাচকতা দূর করে মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে পারি। রমজানের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। কর্মীদের উচিত এই মাসে নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করা।"
বিশেষ অতিথি রুমান আহমেদ বলেন, "রমজান মাস কোরআন নাজিলের মাস। তাই এই মাসে কোরআন অধ্যয়নের মাধ্যমে নিজেদের জ্ঞান বৃদ্ধি করতে হবে। এছাড়াও, কর্মীদের উচিত গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানো এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখা।"
অনুষ্ঠানে জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা সভাপতি আবু রাইয়ান শাহিন বলেন, "ছাত্রশিবিরের কর্মীরা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা যদি নিজেদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে সমাজের কল্যাণে কাজ করে, তাহলে দেশ ও জাতি উপকৃত হবে।"
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।