ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে শাহ খাকী মাদরাসার শিক্ষার্থীদের বিক্ষোভ



নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে শাহ খাকী মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে শাহ খাকী মাদরাসা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহ খাকী মাদরাসা গেইটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে হযরত শাহ খাকী রহ. ইসলামিয়া আলিম মাদরাসার সাবেক শিক্ষার্থী এম. আব্দুল্লাহ বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে এই লড়াই কোনো নির্দিষ্ট ধর্মের নয়, এটি বিশ্ব মানবতার লড়াই। ফিলিস্তিনের নিষ্পাপ নারী ও শিশুদের উপর যে নৃশংসতা চালানো হচ্ছে, তা আইয়্যামে জাহেলিয়াতের অন্ধকার যুগকেও হার মানায়। ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড বিশ্বজুড়ে ঘৃণিত নিকৃষ্টতম সন্ত্রাসবাদের প্রতিচ্ছবি। তাই, আজ বিশ্ব বিবেকের জাগ্রত হওয়া অত্যাবশ্যক। আসুন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নির্যাতিত ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়াই।’

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীর ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিশ্ব বিবেক আজ স্তম্ভিত, প্রতিটি বিবেকবান মানুষ ফিলিস্তিনের নিরীহ নারী-পুরুষ ও শিশুদের রক্তে ভেজা মুখ দেখে ব্যথিত। তাদেত ওপর এই অমানবিক হামলা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোর দাবি জানাচ্ছি, তারা যেন অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয় এবং ফিলিস্তিনের জনগণের ন্যায়সঙ্গত অধিকারকে স্বীকৃতি দেয়। বিশ্ব বিবেক জাগ্রত হোক এবং এই বর্বরতা বন্ধে সোচ্চার হোক।’

এসময় আরও উপস্থিত ছিলেন, মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী মেহেদী হাসান ইমন, শাহেদ আলী, শাহাব উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মিসবাহুদ্দোজা মামুন, তোফাজ্জল হোসেন, রিয়াজ উদ্দিন, বর্তমান শিক্ষার্থী এনামুল মাহবুব তাহি, রায়হান আহমদ খান, তাওহীদুর রহমান, আহমদ, জামিল আহমদ, সাইদুর রহমান মাহমুদ উদ্দিন এবং অন্যান্য শিক্ষার্থীরা।