নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবার প্রকাশ্য রূপ নিয়েছে। স্বেচ্ছাচারিতা ও তৃণমূল উপেক্ষার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশ।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয় এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে।
সমাবেশ থেকে অভিযোগ তোলা হয়, সদ্য ঘোষিত সদর উপজেলার ইউনিয়ন বিএনপির কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ থেকে আসা এবং বিতর্কিতদের পদ-পদবী দেওয়া হয়েছে। ফলে দলের ভিতরে সৃষ্টি হয়েছে অসন্তোষ, ক্ষোভ ও হতাশা।
বিক্ষোভে মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষুব্ধ নেতারা জানান দলের স্বার্থেই দ্রুত এই কমিটি বাতিল করে পুনর্গঠন না হলে, তৃণমূল থেকে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন তারা।