মৌলভীবাজারে এনসিপি নেতা প্রীতম দাশকে অবাঞ্ছিত ঘোষণা



নিজস্ব প্রতিবেদক::

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশকে অবাঞ্ছিত ঘোষণা করে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাধারণ ছাত্র জনতা।

শুক্রবার (২০ জুন) রাত ১০টার কিছু পর মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালন করা হয়।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা দাবি করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ আওয়ামীলীগকে পূর্ণবাসন করছেন। এজন্য তারা বিক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের পুনর্বাসনকারী হিসেবে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এক, দুই, তিন, চার প্রীতম তুই গাদ্দার। বয়কট বয়কট, প্রীতম দাশ বয়কট। এরকম বিভিন্ন ধরণের স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জাবেদ রহমান, শাহ উসমান আলী জাকি, রাজমিন জেনি, মাসনুন আলামিন, রাজন ভূইয়া, মামুন রহমান রাজু, ফাহিম আহমদ জনি।

আন্দোলনকারী রুহুল আমীন জানান, বিগত আন্দোলন সংগ্রা

মে মাঠে যারা কাজ করেছে তাদের সাথে পরামর্শ না করে প্রীতম দাস কমিটি দিয়েছেন। এই কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে খালেদ হাসানকে দেওয়া হয়েছে। সে আওয়ামীলীগের দালাল, তার আওয়ামীলীগের সাথে চলাফেরা, আওয়ামীলীগের অর্থায়নে সে এই কমিটিতে প্রীতম দাশের মাধ্যমে জায়গা পেয়েছে।

তিনি বলেন, কমিটিতে আওয়ামীলীগের আরেক দালাল ইসকনের সদস্য প্রলয় বিশ্বাসকে স্থান দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রীতম দাশ আওয়ামীলীগ এবং ইসকনকে পুনর্বাসন করছেন। আমরা তার এই হীন প্রচেষ্টার প্রতিবাদ জানাচ্ছি।