মারা গেলেন মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান মতলিব



বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর ও বর্ষীয়ান রাজনীতিবীদ দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব মারা গেছেন। বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬.১০ মিনিটে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সিলেট ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামীর আলী। 

মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি ৬ ছেলে ৪ সন্তানের জনক। স্ত্রী, সন্তান, নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব দীর্ঘদিন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেন। তিনি জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও সিলেট আঞ্চলিক বিভাগের টিম সদস্য ছিলেন। দেওয়ান মতলিব ১৯৯১ সালে মৌলভীবাজার-৩ সংসদীয় আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য নির্বাচনে অংশগ্রহণ করেন। 

দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ১৫টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে ইসলামী সংগঠন ও আমরা, সাতান্ন বছর জামায়াতে ইসলামীতে কি দেখলাম, শান্তিপূর্ণ পরিবার, মৃত্যুর পর আমরা কোথায় যাব, রাষ্ট্রপ্রধান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটুখানি মিষ্টি হাসি ও ইসলামী আন্দোলন , একটুখানি চোখের পানি ও ইসলামী আন্দোলন, Best life সর্বোত্তম জীবন, কারাগারের স্মৃতি, কাবার পথে ইত্যাদি।

তার মৃত্যুতে জেলা জুড়ে জামায়াত নেতাকর্মীদের মধ্যে শোকের ছাড়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

এদিকে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক এই আমীরের ইন্তেকালে মৌলভীবাজার জেলা জামায়াত শোক প্রকাশ করেছে। মরহুমের ইন্তেকালে জেলা জামায়াতের আমীর  ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, সাবেক জেলা আমীর মোঃ আব্দুল মান্নান ও জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী হৃদয়ের সমস্ত শ্রদ্ধা ও  আবেগ উজাড় করে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

শোক বার্তায় তারা বলেন, বাংলাদেশ জামায়াতে  ইসলামী মৌলভীবাজার জেলার সাবেক আমীর, প্রবীণ রাজনীতিবিদ, লেখক  ও গবেষক  দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব ১৮জুন সন্ধ্যা ছয়টা দশ মিনিটে  বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অমায়িক ব্যবহারের অধিকারী  মৌলভীবাজার জেলার ইসলামী আন্দোলনের  দীর্ঘদিনের এ খাদেমকে  আল্লাহ কবুল করুন,  মহান আল্লাহ তা'য়ালা মাফ করুন, ক্ষমা করুন ও রহম করুন। আজীবন  ইসলামের বিরাট এ খেদমতকে নাজাতের উসিলা হিসেবে  কবুল করে   জান্নাতুল ফিরদাউসের আ'লা মাক্বাম দান করুন। দেশে ও প্রবাসে অবস্থানরত  পরিবারের সকল  সদস্য, আত্মীয়-স্বজন এবং দ্বীনের পথের সহযাত্রীদের সাবরে জামিল  দান করুন।