গণঅভ্যুত্থানে শহীদ আহত ও পঙ্গুত্ববরণ কারীদের জন্য এতিমদের নিয়ে জামায়াতের দোয়া অনুষ্ঠান

 



স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণ কারীদের জন্য এতিমদের নিয়ে জামায়াতের খাবার ও দোয়ার অনুষ্ঠান। 

বুধবার (২ জুলাই) দুপুর ২.৩০ মিনিটে মৌলভীবাজার শহরের রাশেদিয়া এতিমখানায় মৌলভীবাজার পৌরসভা জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে খাবার ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহ আলাউদ্দিন, পৌরসভা পেশাজীবী বিভাগের সভাপতি ইকবাল আহমদ চৌধুরী, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোরশেদ আহমদ চৌধুরী।