মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার পৌর শহরে এক প্রতিবন্ধী যুবতীকে আর্থিক অনুদান দিয়েছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন শাহীন। রোববার দুপুরে শহরের সৈয়ারপুর এলাকায় এ আর্থিক সহযোগিতা প্রদান করেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা এভাবে ঘুরে ঘুরে মৌলভীবাজারের প্রান্তিক জনপদের মানুষকে সহযোগিতা করছেন।
দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ এর ব্যবস্থাপনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য স্বাগত কিশোর দাস, জেলা বিএনপির সদস্য মনোয়ার আহমেদ রহমান, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম সাহেদ, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সদস্য মফিজ আহমেদ, শেখ মহসিন মিয়া, খলিলপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোফাদ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান, মুন্না আহমেদ ও মান্না ।