সাবেক শিবির নেতা রাহিদ আলীর বাড়িতে হামলা



নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা সাবেক শিবির নেতা মোঃ রাহিদ আলীর বাড়িতে যুবদল, ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। দীর্ঘদিন ধরে তাঁকে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল। অনলাইনে তাঁর কর্মকাণ্ড ও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার হরিপুর গ্রামে ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, যুবদল, ছাত্রদল ও সাবেক ছাত্রলীগের কয়েকজন কর্মী-নেতা একত্রিত হয়ে তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় দুর্বৃত্তরা রাহিদ আলীর ভাই সহ তার গর্ভবতী স্ত্রীকে মারধর করে। এসময় রাহিদের ভাইয়ের স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়।

এসময় তাদের হামলায় গুরুতর আহত হন রাহিদ আলীর ভাই ও  তার ভাইয়ের গর্ভবতী স্ত্রী। এছাড়া ব্রেইন স্ট্রোক আক্রান্ত রাহিদ আলীর মা এ ঘটনায় মানসিকভাবে আরও ভীত হয়ে পড়েছেন বলে জানা যায়। বর্তমানে আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাহিদের ভাই মো: ইমন আলী জানান, যুবদল, ছাত্রদল ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে। এসময় তাদের বাঁধা দিলে তারা আমাকে ও আমার গর্ভবতী স্ত্রীকে মারধর করে। মূলত তারা আমার ভাইকে না পেয়ে পূর্বশত্রুতার জেরে এই হামলা করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।