নিজস্ব প্রতিবেদক::
নয়াগ্রাম শিমুলতলা দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্রপরিষদের নতুন কমিটির আত্নপ্রকাশ ও নব মনোনীত পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আব্দুল কাদিরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে মাদরাসার মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও কমিটির আত্নপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জিয়াউল হক, এডভোকেট শাখাওয়াত হোসাইন, মো. শাহ আলম, আব্দুস সাত্তার, আরিফ হোসেন রানা, মাওলানা শিব্বির আহমদ, সাজিদ মাহমুদ, জুড়ীরসময়ের সম্পাদক আশরাফ আলী ও ইসলাম উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে মাদরাসার প্রাক্তন ছাত্রদের নিয়ে ছাত্র পরিষদ কমিটির আত্নপ্রকাশ হয়।
নবগঠিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি মো. শাহ আলম ও সেক্রেটারি করা হয় সাজিদ মাহমুদকে।
এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি মো. ফজলুল হক, মাওলানা শিব্বির আহমদ, মো. আবু তাহের, সহ সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, প্রচার সম্পাদক আরিফ হোসেন রানা, অর্থ সম্পাদক মো. ইয়াসিন আলী, ছাত্রকল্যাণ সম্পাদক আল আমিন, মিডিয়া সম্পাদক আশরাফ আলী, সমাজকল্যাণ সম্পাদক মতিউর রহমান রাজিব।