নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজারের ৪টি আসনে এ পর্যন্ত ৩১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার বিকালে জেলা নির্বাচন অফিসার এ তথ্য নিশ্চিত করেন। এর মধ্যে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) থেকে ৭, মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে ৮, মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) থেকে ৬ এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) থেকে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ি) আসনে মনোনয়ন জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিসের লোকমান আহমদ, স্বতন্ত্র বেলাল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাইফুল ইসলাম, জাতীয় পার্টি’র আহমদ রিয়াজ, গণফ্রন্ট-১ মো: শরিফুল ইসলাম ও বিএনপি’র নাসির উদ্দিন আহমেদ।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি’র মো: শওকতুল ইসলাম, স্বতন্ত্র এম জিমিউর রহমান চৌধুরী, স্বতন্ত্র মো: ফজলুল খান, জামায়াতে ইসলামী মো: সায়েদ আলী, সমাজতান্ত্রিক দল সাদিয়া নৌশিন তাসনিম চৌধুরী, জাতীয় পার্টি মো: আব্দুল মালিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কুদ্দুস ও স্বতন্ত্র নওয়াব আলী আব্বাছ খান।
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি’র নাসের রহমান, স্বতন্ত্র রেজিনা নাসের, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ লুৎফুর রহমান কামালী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত, জামায়াতে ইসলামী মো: আব্দুল মান্নান ও খেলাফত মজলিসের আহমদ বিলাল।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন স্বতন্ত্র মো: মহসিন মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের শেখ নূরে আলম হামিদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মোহাম্মদ আব্দুর রব, বিএনপি’র জালাল উদ্দিন আহমদ জিপু, জাতীয় পার্টি’র মোহাম্মদ জরিফ হোসেন, বাসদ মো: আবুল হাসান, জাতীয় নাগরিক পার্টি’র প্রীতম দাস, বিএনপি মুঈদ আশিক চিশতী ও বিএনপি মো: মুজিবুর রহমান চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
