ব্রিটিশ নাগরিক হয়েও বৈধ প্রার্থী হলেন শেখ নুরে আলম হামিদী




নিজস্ব প্রতিবেদক::


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে দেশজুড়ে বইছে ভোটের হাওয়া। ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর পরই এই হাওয়া বইতে শুরু করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একইদিন জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হবে।

নির্বাচনী কার্যক্রম বর্তমানে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত প্রক্রিয়া চলমান রয়েছে। রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বৈধ ও মনোনয়নপত্র বাতিল হওয়া উভয় প্রার্থী পক্ষে-বিপক্ষে আবেদনের আপিল শুনানি। ১০ জানুয়ারি শুরু হওয়া এই শুনানি ধাপে ধাপে আপিল সংখ্যা বিন্যাস অনুযায়ী চলে ১৮ জানুয়ারি পর্যন্ত।

নির্বাচন আসলে সামনে আসে প্রার্থীদের নানান বিষয়। যার মধ্যে-সম্পত্তির হিসেব, আয়ের হিসেব, দ্বৈত নাগরিকত্ব এবং মামলা বা দণ্ডনীয় তথ্য। এবারের নির্বাচনেও আলোচনায় এসেছে এসব বিষয়। দ্বৈত নাগরিকত্ব গোপন করে এর আগেও সংসদ সদস্য হয়েছেন অনেকে।

এবার এমনই এক ঘটনা আলোচনায় এসেছে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন শেখ নুরে আলম হামিদী। তিনি ব্রিটিশ পাসপোর্টধারী হয়েও হলফনামায় তথ্য গোপন করে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। 

হলফনামায় শেখ নুরে আলম হামিদী দ্বৈত নাগরিকত্বধারী কি-না এই প্রশ্নের কোন উত্তর দেননি। এমনকি পূর্বে দ্বৈত নাগরিকত্বধারী ছিলেন কি-না এই প্রশ্নেরও কোন উত্তর দেননি।

কিন্তু ব্রিটিশ সরকারের একটি নিবন্ধিত ওয়েবসাইটে দেখা যায়, শেখ নুরে আলম হামিদী একটি কোম্পানিতে পরিচালক হিসেবে রয়েছেন। ২০০৯ সালের ২২ জুলাই  থেকে পরিচালকের দায়িত্ব পালন করা নুরে আলম হামিদীর জন্ম ১৯৭৩ সালের জুন মাসে।

সেখানকার ঠিকানায় লিখা রয়েছে ৬ আল্ডারসব্রুক লেন, মেন্টর পার্ক, লন্ডন, ই-১২, ৫ এলজি। জাতীয়তা হিসেবে লেখা রয়েছে ব্রিটিশ। কান্ট্রি রেসিডেন্ট হিসেবে লেখা রয়েছে ইউনাইটেড কিংডম।

হলফনামায় উল্লেখ করা ঠিকানায় শেখ নুরে আলম হামিদী শ্রীমঙ্গল উপজেলার বরুণা গ্রামের বাসিন্দা। ১৯৭৩ সালের জুন মাসে জন্মগ্রহণ করা হামিদী একই এলাকার শেখ খলিলুর রহমান হামিদীর ছেলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মৌলভীবাজার-৪ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়ে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

সংবিধানের ৬৬ অনুচ্ছেদ ও গণ প্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ১২ অনুচ্ছেদ অনুযায়ী, বাংলাদেশের কোনো নাগরিক যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করেন তবে দ্বৈত নাগরিকত্বের কারণে তিনি সংসদ সদস্য পদে প্রার্থী হতে পারবেন না। তবে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে প্রার্থী হতে বাধা থাকবে না।

হলফনামায় তথ্যগোপন করে সংসদ সদস্য প্রার্থী হবার বিষয়ে জানতে চাইলে শেখ নুরে আলম হামিদী বলেন, আপনারা সকল কিছু জানবেন। এই মুহূর্তে আমি কিছু বলতে চাচ্ছি না। আমরা বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করবো। তারপর বিস্তারিত জানতে পারবেন।

জেলা রিটার্নিং অফিসার তৌহিদুজ্জামান পাবেল বলেন, এবিষয়ে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে। আসলে হলফনামায় যে তথ্য দিয়েছেন সেই আলোকে আমরা যাচাই বাছাই করেছি।  এখন কারও যদি অভিযোগ থাকে সেটা নির্বাচন কমিশনে জানাতে পারে। অথবা আমাদের জানালে আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার সেটি নেওয়া হবে।