১৭ বছর পর রাজনগরে উপজেলা বিএনপি’র সম্মেলন

নিজস্ব প্রতিবেদক::

দীর্ঘ ১৭ বছর পর মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নুরুল ইসলাম সেলুন সভাপতি এবং মো: আব্বাস আলী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ জুন) রাজনগর সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কবির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক রুপক দেব।
জেলা ও উপজেলা বিএনপি’র দলীয় সূত্রে জানা যায়, বিগত ২০০৮ সালের ২৫ নভেম্বর সর্বশেষ উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে পতিত সরকারের নানামুখী দমন-পীড়ন,  তৎকালীন সাধারণ সম্পাদক সরওয়ার খানের অকাল মৃত্যু এবং দলীয় কার্যক্রমে স্থবিরতার কারণে নিয়মিত সম্মেলন করা সম্ভব হয়নি। পরবর্তীতে গত বছরের ৫ আগস্টের পর উপজেলা বিএনপি’র তৃণমূল নেতা-কর্মীরা পূনরায় রাজনৈতিক ময়দানে চাঙ্গা হতে থাকেন। দলীয় কার্যক্রম গতিশীল করতে বিগত ২৯ জানুয়ারি উপজেলা বিএনপি’র পূর্ববর্তী কমিটি ভেঙ্গে ২১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়েছিল। জেলা কমিটির নির্দেশে এই আহŸায়ক কমিটি গত ফেব্রæয়ারি মাসের মধ্যে রাজনগরের ৮ ইউনিয়নে সম্মেলন সম্পন্ন করে।

সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। উপজেলা বিএনপি’র আহŸায়ক জামি আহমদের সভাপতিত্বে এবং জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন সঞ্চালনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধূরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ জি কে গউছ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা বিএনপি’র আহŸায়ক এডভোকেট ফয়জুল করিম ময়ুন, মৌলভীবাজার জেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক মো: আব্দুল মুকিত, রাজনগর উপজেলা বিএনপি’র কাউন্সিল পরিচালনা পর্ষদের প্রধান বকশী মিছবাহ উর রহমান, সদস্য মুজিবুর রহমান মজনু ও মনোয়ার আহমেদ রহমান প্রমুখ।